গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছোট ভাই ইয়াদুল হক (৪৫) ও ইয়াদুল হকের ছেলে হিমেল (১৭) মারাত্মক ভাবে যখম হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন । স্থানীয় সূত্রে জানাগেছে, নওদাপাড়া গ্রামের মৃত জাহাবকস এর ছেলে প্রাবাস ফেরত ইয়াদুল হকের সাথে তার বড় ভাই ইমদাদুল হক (৫০) এর খাস জমি দখল নিয়ে পারিবারিক শত্রুতা ও বিরোধ চলছিল । গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯ টায় পুর্ব পরিকল্পিত দেশিয় অস্ত্র ও জনবল নিয়ে ইমদাদুলের ছোট ভাই ইয়াদুল ছেলে হিমেলের উপর হামলা করেন । হামলা চলাকালে ইমদাদুল ধারালো রামদা দিয়ে ইয়াদুল ও হিমেলকে আক্রমন করেন সাথে ইমদাদুলের ছেলে মিলন হাসুয়া ও হাতুড়ী দিয়ে গনহারে তাদের আক্রামন করতে থাকেন । দুই পক্ষের এমন সংঘর্ষে উভয়ের পক্ষথেকেই কম বেশি আহত হন। পরে পিরতলা পুলিশ ফাঁড়ির ইঞ্চার্জ ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন । পরে পারিবারিক সদস্যের মাধ্যমে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন । ইয়াদুললের স্ত্রী লিপিয়ারা খাতুন বলেন, তার স্বামী দির্ঘ ১০ বছর ধরে সৌদি আরব প্রবাসী । ইয়াদুলের অনুপস্থিতি ও লোকবল শুন্য থাকায় তার ভাসুর জোরপূর্বক বাড়ির সামনের ফাঁকা খাস জায়গায় দোকান পাসার করেন, অনেক বাধা দেবার পরেও তারা কর্নপাত করেনা নাই । পরে তার স্বামী প্রবাস থেকে ফেরত আসলে তাদের ভাইয়ের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে । কথা কাটাটাটির এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে যায় । পিরতলা ফাঁড়ির ইঞ্চার্জ মেহেরপুরবার্তা টোয়েন্টিফোর কে ঘটনা নিশ্চিত করে বলেন, জমি জায়গা নিয়ে তাদের পারিবারিক সমস্যার কারনে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে । বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।
সাম্প্রতিক
মেহেরপুরের মুজিবনগরে করোনা সংক্রমনে ইদ্রিস আলীর মৃত্যু । মুজিবনগর লকডাউন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন
লম্পট হাতেম বন্যা’র মৃত্যুর জন্য দায়ি অভিযোগ এলাকাবাসীর
অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করেছেন সুজন
জাতীয় ঐক্যফ্রন্ট জেলা শাখার সমন্বয়ক কমরেড সোহেল অসুস্থ
জমি নিয়ে সংঘর্ষে ছোট ভাই হাসপাতালে
গাংনীর চরগোয়ালগ্রামে গলায় ফাঁস অবস্থায় মৃতদেহ উদ্ধার
স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে দিনভর অনশন