গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলায় মুজিবনগর কৃষি উন্নয়ন সেচ প্রকল্পের অফিস উদ্বোধন করা হয়েছে । আজ ১১ জুলাই শনিবার গাংনীর কাঁচাবাজার সংলগ্নে সমিতির নিজস্ব কার্যালয়ে এই অফিসটি উদ্বোধন করা হয় । সে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান জনাব এম.এ খালেক । স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর কৃষি উন্ননয়ন ও সেচ প্রকল্পের সাধারন সম্পাদক জনাব মোঃ ওসমান গনী । সঞ্চালনায় ছিলেন মুজিবনগর কৃষি উন্ননয়ন ও সেচ প্রকল্পের যুগ্ম সাধারন সম্পাদক জনাম মোঃ মিজানুর রহমান এবং উদ্বোধনে সভাপতিত্ব করেন মুজিবনগর কৃষি উন্ননয়ন ও সেচ প্রকল্পের সভাপতি মোঃ হারুন আর-রশিদ । জনাব এম.এ খালেক বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে শতকরা ৮০% লোক কৃষির উপর নির্ভরশীল । যার ফলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ ও বেকারত্বে কৃষি যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। আর সে দিকে লক্ষে রেখে কৃষির উপরে জাতীয় বাজেটে বেশি বরাদ্দ দিয়ে কৃষির উন্নয়ন ও আত্ম নির্ভরশীলতা তৈরিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা । কৃষিকে যোগপোযোগী ও কৃষিকে আধুনিকতার দ্বারা আরো বেশি প্রগতিশীল আকারে বর্ধিত করার জন্য যন্ত্রপাতি ও সেবা দিয়ে উন্নয়ন করারা কাজ অব্যহত থাকবে এবং কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মুল্য পাওয়ার নির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হচ্ছে ফলে ক্ষতির হাত থেকে কৃষককে নিরাপদ রাখা হচ্ছে। এছাড়া তিনি কৃষি কাজের উন্নয়নের বিষয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন ।
সাম্প্রতিক
পাখির কিচিরমিচিরে মুখর থাকে এই সৌন্দর্যের রাজধানী
১৮ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু
তেঁতুলবাড়ীয়ার প্রবীণ জনপ্রিয় শিক্ষক এলাহী বকস্ আর নেই
কঠোর লকডাউনে গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রাম
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট
তেঁতুলবাড়ীয়া গ্রামে ১৬ জন করোনা পজিটিভ
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব