জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন ‘Jahangirnagar University Blood Donor’s Organaisation’ এর পক্ষ থেকে প্লাজমা ব্যাংক গড়ার এবং প্লাজমা কালেকশন করার উদ্যোগ নেয়া হয়েছে।
গতকাল ( ৩০ মে ২০২০) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠনটি বিশ্ববিদ্যালয় কমিউনিটি বেজড প্লাজমা ব্যাঙ্ক গড়ার এবং প্লাজমা কালেকশন ক্যাম্পেইনিং করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় খোলার পর সংগঠনটি এ লক্ষ্যে কাজ শুরু করবে বলে জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন ‘Jahangirnagar University Blood Donor’s Organaisation’ এর পক্ষ থেকে প্লাজমা ব্যাংক গড়ার এবং প্লাজমা কালেকশন করার উদ্যোগ নেয়া হয়েছে।
গতকাল ( ৩০ মে ২০২০) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠনটি বিশ্ববিদ্যালয় কমিউনিটি বেজড প্লাজমা ব্যাঙ্ক গড়ার এবং প্লাজমা কালেকশন ক্যাম্পেইনিং করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় খোলার পর সংগঠনটি এ লক্ষ্যে কাজ শুরু করবে বলে জানানো হয়।
সংঠনটির আহবায়ক সম্রাট দেব চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সামান্য কারিগরি সহায়তা পেলেই আমাদের এই কাজটি আমরা অত্যন্ত সহজে করতে পারবো। তবে প্রশাসনিক সহায়তা না পেলেও আমরা থেমে থাকবো না। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনসমূহও আমাদের এই উদ্যোগে আমাদের পাশে দাড়াবে।’
এ বিষয়ে সংগঠনটি যুগ্ম আহবায়ক মোঃ আল আমীন ও নুজহাত তাবাসসুম যৌথভাবে বলেন, ‘ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিপরীতে প্লাজমা থেরাপী মানুষকে কিছুটা আশান্বিত করেছে। কিন্তু প্রয়োজনের সময় একজন রোগী বা তার পরিবারের জন্যে কাঙ্ক্ষিত প্লাজমা পাওয়াটা অনেক দূরুহ হয়ে দাড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় খুলে দিলে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাবির শিক্ষার্থীরা যাতে এই সমস্যায় না পরা লাগে সেই উদ্দেশ্যেই আমরা এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
সাম্প্রতিক
পাখির কিচিরমিচিরে মুখর থাকে এই সৌন্দর্যের রাজধানী
১৮ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু
তেঁতুলবাড়ীয়ার প্রবীণ জনপ্রিয় শিক্ষক এলাহী বকস্ আর নেই
কঠোর লকডাউনে গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রাম
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট
তেঁতুলবাড়ীয়া গ্রামে ১৬ জন করোনা পজিটিভ
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব