কাজিপুর প্রতিনিধিঃ মেহেরপুরের কাজিপুর গ্রামের ০১ নাম্বার ওয়ার্ডের তরুণ সমাজের উদ্যোগে ১০০ অসচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে । গতকাল শনিবার দিন ব্যাপী এই ১০০ পরিবারকে সাহাজ্যের হাত বাড়িয়ে দিয়ে এলাকায় তরুণ সমাজের একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন । একাকার আব্দুল হালিম শিক্ষক বলেন, যুবসমাজের এমন সমাজ উন্ননয় মূলুক কাজ যত বেশি হবে ততই দেশের উন্ননয় ও ভাতৃত্ব বজায় থাকবে । এই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বা আজ দিশেহারা, অসহায় অসচ্ছল পরিবার অনেক কষ্টে দিন পার করে চলেছেন, যুবসমাজের এমন উদ্যোগে তাদের কিছুটা হলেও পরিবারে বয়ে যাবে শান্তির বাতাস । ০১ ওয়ার্ডের যুবসমাজকে আমি ধন্যবাদ জানায় । সাথে সবার মঙ্গল কামনা করি ।
সাম্প্রতিক
পাখির কিচিরমিচিরে মুখর থাকে এই সৌন্দর্যের রাজধানী
১৮ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু
তেঁতুলবাড়ীয়ার প্রবীণ জনপ্রিয় শিক্ষক এলাহী বকস্ আর নেই
কঠোর লকডাউনে গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রাম
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট
তেঁতুলবাড়ীয়া গ্রামে ১৬ জন করোনা পজিটিভ
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব