করমদি প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের করমদি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে ভাবে নির্যাতনের অভিযোগে করমদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাঈদ নামের এক কলেজ ছাত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
ঘটনার সূত্রপাত, আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০ সকালে ঐ ছাত্রী বিদ্যালয়ের উদ্দেশ্যে সহপাঠীদের সাথে বাড়ি থেকে বের হন । পথেমধ্যে কলেজ ছাত্র সাঈদ পুর্ব পরিকল্পিত ভাবে তার পথ আটকিয়ে তাকে চড় থাপ্পড় ও মারধর করেন । এ সময় চলমান পথচারীর নজরে পড়লে, ঐ ছাত্রকে আটক করে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ে যেয়ে এক কক্ষে আটকিয়ে রাখা হয় । পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসেন বিষয়টি অবগত হলে তাৎক্ষনিকভাবে গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে জানান। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান । উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত বসানো হয় । ভ্রাম্যমান আদালতে ঐ কলেজ ছাত্রকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার । সাঈদ গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে । সে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র । দির্ঘ্যদিন ঐ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপনের চেষ্টায় ব্যর্থ হয়ে এমন কান্ড করেছে বলে জানাগেছে ।
সাম্প্রতিক
পাখির কিচিরমিচিরে মুখর থাকে এই সৌন্দর্যের রাজধানী
১৮ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু
তেঁতুলবাড়ীয়ার প্রবীণ জনপ্রিয় শিক্ষক এলাহী বকস্ আর নেই
কঠোর লকডাউনে গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রাম
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট
তেঁতুলবাড়ীয়া গ্রামে ১৬ জন করোনা পজিটিভ
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব