গাংনী প্রতিনিধিঃ গাংনী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির কারনে গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী নিজে বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন (নং ১২- ১১/০২/২০২০) । গাংনীর চৌগাছা পূর্ব পাড়ার আবু তালেব এর মেয়ে সুমাইয়া খাতুন গাংনী মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী প্রতিদিনের মতই সে কলেজে যাচ্ছিলেন কিন্তু পথের মধ্যে কলেজ গেটের কাছাকাছি পৌছামাত্র চৌগাছা প্রাথমিক বিদ্যালয় পাড়ার মৃত আজিজ মীরের ছেলে সাজু আহমেদ (২৫) তার হাত ধরে টানাটানি করেন ও তাকে মোটরবাইকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন উপায়ন্তর না পেয়ে সে মানুষের সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, স্থানীয় জনতার চোখে পড়লে, পরে মোটরবাইক ফেলে সাজু পালিয়ে যায় । কলেজে পৌঁছানোর পর ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে অধ্যক্ষের নিকট বিবৃতি দেন । ছাত্রীর শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় অধ্যক্ষ বাদী হয়ে বখাটে সাজুর বিরুদ্ধে মামলা করেন । উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান থানা ইনচার্জ ওবাইদুর রহমান ঘটনার প্রেক্ষাপট পরিদর্শন করেছেন । সাজুর ভাইয়ের ভাস্যমতে তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক ছিল, সম্পর্কের অবনতির কারনে এমনটা হতে পারে বলে ধারনা করা হচ্ছে । বর্তমানে সাজু পালাতক রয়েছে বলে খবর পাওয়া গেছে ।
সাম্প্রতিক
পাখির কিচিরমিচিরে মুখর থাকে এই সৌন্দর্যের রাজধানী
১৮ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু
তেঁতুলবাড়ীয়ার প্রবীণ জনপ্রিয় শিক্ষক এলাহী বকস্ আর নেই
কঠোর লকডাউনে গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রাম
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট
তেঁতুলবাড়ীয়া গ্রামে ১৬ জন করোনা পজিটিভ
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব