নিজস্ব প্রতিবেদক,জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হয়েছে আজ বৃহঃবার(১৮-০৭-১৯) সকাল নয় ঘটিকার সময়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণিত বিভাগের ৪৭ তম আবর্তনের উদ্যোগে “আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯” এর শুভ উদ্বোধন করেন গণিত বিভাগের ক্রীড়াপ্রেমী, মমতাময়ী সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা ম্যাম এবং আরো ছিলেন গণিত বিভাগের ক্রীড়া শিক্ষক জনাব এস এম মাহমুদুল হাসান স্যার, ড. আব্দুর রাশিদ স্যার এবং ছাত্র প্রিয় শিক্ষক অধ্যাপক ড. আমিনুর রহমান খান স্যার।
খেলাতে অংশগ্রহণ করবেন গণিত বিভাগের ৪৮ তম আবর্তন থেকে ৪৩ তম আবর্তনের মোট ৬টি দল।খেলাটি পরিচালনা করবে গণিত বিভাগের ৪৭ তম আবর্তনের আয়োজক কমিটি । আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ৪৬ ও ৪৮ তম আবর্তন।
এছাড়া,”খেলাতে অংশ নেওয়া সকল দলেকে শুভকামনা জানান” গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা ম্যাম।
ম্যাচের প্রতিটি মুহূর্তকে প্রাণবন্ত করে রেখেছিলেন সকলের প্রিয় শিক্ষক এস এম মাহমুদুল হাসান স্যার।
সাম্প্রতিক
পাখির কিচিরমিচিরে মুখর থাকে এই সৌন্দর্যের রাজধানী
১৮ ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু
তেঁতুলবাড়ীয়ার প্রবীণ জনপ্রিয় শিক্ষক এলাহী বকস্ আর নেই
কঠোর লকডাউনে গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রাম
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট
তেঁতুলবাড়ীয়া গ্রামে ১৬ জন করোনা পজিটিভ
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
জাবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহবুব